প্রেমময় সমভূমি

✒️সুজন দেবনাথ

মানুষের মনে সহস্র হিংসায় সঞ্চিত 
ওই মলিন পাহাড়টায় ধ্বস নামুক,
তবেই তো সমস্ত ভালোবাসার সঞ্চয়ে
গড়ে উঠবে একটি প্রেমময় সমভূমি।

যেখানে বর্ণমালার চাষাবাদ হবে,
সদ্য অঙ্কুরিত হবে নতুন শব্দরাশি। 
ঐক্যের মন্ত্রে খুশির পাপড়ি ছড়াবে- 
শত সহস্র এগিয়ে চলার কাব্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ