✍️ দীপক রঞ্জন কর
তারিখ-১০/০৭/২০২৩
------------------
বর্ষাকালে খালে বিলে ঐ
শুনি ব্যাঙের ডাক,
ভোর বেলা ডিঙ্গি নৌকায়
দেখি বৃষ্টি ভেজা কাক ।
মাঠ ঘাট জলে জলময়
সর্বত্র করে থৈ থৈ ,
ছেলের দল ভেলা ভাসিয়ে
জটলায় করে হইচই ।
জেলেরা মাছ ধরে জালে
নদী খালে বিলে
খেয়া পারে মাঝি ভাই
নৌকায় পাল তুলে।
কৃষক ভাইয়ের মুখে হাসি
আপন জমি চষে
ফসল তুলে আনবে ঘরে
ভাবনা আর কিসে।
0 মন্তব্যসমূহ