সাথী

 
✍️ সুস্মিতা দেবনাথ

চাই না জানতে কেমন তোমার 
ব্যাংক-ব্যলেঞ্চ আর টাকাকরি। 
জানাবো তোমায়,জানবে আমায়
বাসবো ভালো প্রান ভরি।।

আলতো করে সকাল সাঁজে 
গোঁজবে খোঁপায় লাল গোলাপ। 
লেকের ধারে,দিঘির পাড়ে 
করবো দু'জন প্রেমালাপ। ।

তুমি ব্যস্ত যখন ভীষণ রকম 
দিন যাপনের তাগদে। 
বলবো হেসে, "আমার তুমি,
বাকি সব আজ থাগ্গে "।।

গাড়ি বাড়ি, সোনা দানা 
আমার কাছে সব মাটি। 
তুমি আমার খেলার সাথী,
পুতুল পুতুল,রান্না-বাটি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ