জন্মাষ্টমী


               ✍️ মনচলি চক্রবর্তী 

কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি,
রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী।
কংস -বধ, মথুরা, বৃন্দাবন,
সর্বত্র  পালিত শ্রীকৃষ্ণের জন্মানুষ্ঠান।
রাসলীলা কৃষ্ণের দুষ্টু কর্মকাণ্ড,
শিশু মনে জাগায়  আনন্দ।
 শ্রীকৃষ্ণগোপালের জন্ম, 
হাওয়ায় সবার  আনন্দ। 
দেবকীর অষ্টম সন্তান,
বিষ্ণুর অষ্টম অবতার ।
কংসের কারাগৃহে জন্ম শ্রীকৃষ্ণের,
তবু কারামুক্ত প্রেমে বন্দী রাধিকে!
ননী চোরা, ননী গোপাল ,
মিষ্টি সুরের বাঁশি বাজায় রাখাল ।
গোপিনীদের করে পাগলিনী!
মাখনে আস্বাদিত লীলা ছলকারি। 
জন্মাষ্টমীর পূজা উৎসব
প্রকৃত অর্থে আনন্দোৎসব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ