কৃষ্ণচূড়া

             ✍️  বৈশালী নাগ

গ্রীষ্মের দাবদাহে পুড়ে যখন ভুবন
প্রকৃতিতে মোহিনীবেশে মেলে ধরে অনন্য কৃষ্ণচূড়া ফুল।
নিষ্প্রানে প্রাণ ফিরে আসে লাল রূপ দেখে,
ঝরা কৃষ্ণচূড়া পথে পড়ে থাকে যখন
 পুড়ে তখন হাজার প্রেমিক মন,
কৃষ্ণাচূড়ার মোহে আসক্ত বহু ফুলপ্রেমী
সারাদিনের দূর করে ক্লান্তি লালে রাঙা কৃষ্ণচূড়া।
প্রকৃতি তীব্র রোদে সৌন্দর্য ফিরে পায় গহনাস্বরূপ ভুবনমোহিনী কৃষ্ণচূড়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ