বর্ষা এল

  ✍️ মাধুরী লোধ

বর্ষা এলো ব্যঙ ডাকলো
ঝি ঝি র ঘুম নেই
জোনাক জ্বলে মিটিমিটি
খুশির সীমা নেই।
মাঠ ঘাটের সবুজ বরণ
হাঁসের ডুব সাঁতার
ঝিরিঝিরি জলের ফোঁটা
দোকান খোলো ছাতার ।
কৃষাণ ভাই বেজায় খুশি
হবে আমন ধানের চাষ
খাই খোরাকি আসবে এতে
 বেচবে বারোমাস ।
মেছুনি দিদি বড়শি হাতে
ধরেন টেংরা পুটি শোল
বর্ষা এলেন জল নিয়ে
খেতে দেবেন দ ই খ ই ।
খোকা খুশি খুকু খুশি
আজকে ইস্কুল বন্ধ 
উঠানে ভাসবে কাগজের নৌকা
আহা আহা কি আনন্দ !!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ