শূন্যপ্রাপ্তি

 


    ✍️ বৈশালী নাগ

নতুন বছর দরজায় নিয়ে যে          

         এলো শূন্যতা,

শুন্যতায় মিলিত থাকে নিজস্ব এক মিষ্টি যন্ত্রনা;;

অভিমানগুলি পরিণত হয় যখন এক রাশ অভিযোগে

   প্রাপ্তির ঝুলিও ভরে উঠে শুন্যতাতে।

অধিকার ভরে উঠে অভিমানেতে যখন

উদ্দেশ্যেহীন ভালোবাসায় বাঁধে কি তখন মন?

পার্থিব জীবন বসন্ত পেতে চায়

 হাত বাড়ালেই সব যেনো দাবানল হয়ে যায়।

প্রত্যাশা যেখানে শূন্য থাকে

   স্নেহের ঘড়া ও পায়না পূর্ণতা,

 আশায় রয়ে যায় মন বছর শেষে যেনো শুন্যতা প্রাপ্তিতে পরিণত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ