✍️ নীলিমা বেগম
জীবনের প্রতিটা দুঃখ যেন
একটা করে শব্দ ।
অগণিত শব্দ কথা মিলিয়ে
কবিতার পর কবিতা হবে।
আজন্ম প্রসব বেদনা সহ্য করে,
অবশেষে একটা কাব্যগ্রন্থের
জন্ম হবে।
0 মন্তব্যসমূহ