বেরোলেই বুঝতে পারবি

 


*********************

✍️  টিংকুরঞ্জন দাস



গত বর্ষায় বলেছিলাম

তোকে নিয়ে বৃষ্টিতে ভিজব

কিন্তু শরীর খারাপ করবে ভেবে

বৃষ্টিতে আর ভেজা হলো না।


চল, এই শীতে কুয়াশার চাদর ছিড়ে

ঘুরে আসি কোন গ্রামে

দেখে আসি কোন কৃষাণীর রান্নাঘরে

কতটা ক্ষিধে রান্না হচ্ছে।


জরিপ করে আসি

বেকারত্বের কতটা জ্বালা নিয়ে

এম এ পাস ছেলেটা ভাড়ার অটোতে

যাত্রীর জন্য পথের দিকে তাকিয়ে আছে।


যেতে যেতে পথে যদি

কোন পথশিশুকে দেখতে পাই

তার কাছ থেকে জেনে নেব

গ্রীষ্ম বর্ষা কিংবা শীতের পার্থক্য।


খুব মজা হবে,

বুঝতে পারবি, আট তলার ফ্ল্যাটে

যে সুখ নিয়ে খাচ্ছিস আর ঘুমাচ্ছিস

সেটা ভারতবর্ষের প্রকৃত মানচিত্র নয়।


আমার ভারতবর্ষ এখনও আধপেটা খেয়ে ঘুমায়

আমার ভারতবর্ষ ঋণগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়

আমার ভারতবর্ষ চিকিৎসার জন্য চিৎকার করতে পারে

শুধু ধর্মের কথা বলে দিলেই

দেখবি সবাই কেমন নিজেকে ভুলে যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ