✍️ দীপক রঞ্জন কর
-------
ফাস্ট বয় ধনঞ্জয়
স্কুলের মেধাবী ছাত্র ,
ভদ্র শালীন আচরণে
সকলের প্রিয় পাত্র ।
পড়ায় সেরা খেলায় বেশ
গলাও ভালো গানে ,
মা-বাবার মানিক রতন
সকলের হৃদয় টানে ।
স্কুল কলেজ পড়া সেরে
বহিঃ রাজ্যে গেল পড়তে,
মা-বাবার ইচ্ছা পূরণে
স্বপ্নের আকাশ ধরতে ।
পড়ার খরচে নিচ্ছে টাকা
খরচ হিসাব পায় না ,
মা-বাবার চিন্তার ভাঁজ
কেবলই টাকার বায়না ।
আসে না বাড়ি চিন্তা ভারী
খবর আসে মেইলে,
মেডিকেলে পড়তে গিয়ে
শয্যায় মেডিকেলে ।
খবর নিয়ে জানা গেছে
আসক্ত হলো নেশায়,
মায়ের স্বপ্ন চুরমার করে
জল ঢেলেছে আশায় ।
0 মন্তব্যসমূহ