🙏 রণদীপ সিংহ
নিখিল ভূবন মাঝে
আর তো দেখি না যে,
আমার দেশের মতো
বিশ্ব - ভূবনে যতো ।
এমন সোনার দেশ
নেই যে রূপের শেষ ,
পাহাড় - ঝর্ণা - নদী
বইছে নিরবধি ।
এখানে কোকিল ডাকে
কাতরে চাতক হাঁকে ,
পাখি গায় গান --
সেদেশ মা কে লাখো প্রণাম।
জাতি - ধর্ম - বর্ণ ভেদে
নাগরিক খুশিতে মাতে,
আমার জন্মদাত্রী মায়ের মতো
আমি দেশ মায়ের গরিমায় আপ্লুত !
২১/০১/২০২৪
-----------------------------
0 মন্তব্যসমূহ