✍️ স্বর্ণা রায়
বুকের পাঁজর খুলে পড়ছে
অসময়ের অসুখে
রোজ তার রাত কাটে সেই শীতের নিস্তব্ধ আকাশের কুলে
তার সদ্য যৌবনবতী মেয়েটিও রাত জাগে লুকিয়ে
সংসার, নিজের দায়িত্ব ও নিশাচর প্রেমিকের চিন্তায়,,
এইভাবেই তাদের দিন যায়,,,,
অসময়ে তাদের কোন বন্ধু নেই,,,,,
দরজার খিল খুলে দেওয়ার মতো কোন পরিজন নেই,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,৷
ক্লান্ত হয়ে একসময় আতুড়ঘরে ঠাঁই হয়,,,,
0 মন্তব্যসমূহ