বিবর্তনের মালা

✒️কামনা দেব
                                         
ভালোবাসা আকাঙ্ক্ষার,
বিত্ত ভাসে চোখের জলে 
নিত্য নতুন চায় সবাই
থাক্ বা না থাক্ তবু চাই,
চিত্তেই যখন দয়া নাই
হৃদয় চঞ্চল থাকে তাই
অপেক্ষার প্রহর তখন 
বেদনার ঐ পাপড়ির তলে।

ফুলের মালা শুকিয়ে যায়
নতুন ফুল ফুটবে বলে 
স্বপ্ন একদিন ভেঙ্গে যায় 
নতুন এক স্বপ্নের আশায় 
হৃদয় যখন হয় চঞ্চল 
ডাগর চোখে আসে জল
বেদনার ব্যথা হৃদয় পুড়ে 
নিজেই শুধু জ্বলে।

জীবনদীপ নিভে যায় 
নতুন রূপেতে আসবে বলে
আকাঙ্ক্ষারা ম্রিয়মাণ 
জীবন যখন অবসান
দুঃখ তখন দীপ্যমান 
সুখেরা শোকে হয় ম্লান
বেদনার আকাশ ফুঁড়ে 
বিবর্তনের মালা দোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ