✍️ প্রিয়াঙ্কা দেবনাথ
আমি ধুলোর গায়ে মিশে থাকি আর,
হালকা হাওয়ায় উড়ে বেড়াই।
ধরে রাখতে জানো যতদূর,
ভালোবেসে থেকে যেতে চাই।
বেলা অবেলার অবহেলায়
নীরবে হারিয়ে যাই।
কেউ জানতে পারেনি কণায় কণায়
কখন ভেঙে গুড়িয়ে ছাই।
মোহঘুম কেটে যেতেই দেখবে
চারপাশ জুড়ে যেন আমি আর নাই।
তবুও স্মৃতির দেওয়াল বেয়ে,
আপন অস্তিত্ব খুঁজে পাই।
0 মন্তব্যসমূহ