অনুভূতি প্রকাশের পথ

✒️ইমরান খান রাজ 

সে আমায় হারায়নি 
হারিয়েছে অনুভূতি প্রকাশের পথ, 
আলো ঝলমলে রোদ্দুর। 
সে আমায় হারায়নি 
হারিয়েছে হাসি মুখ আর শীতল স্পর্শ, 
জোছনার মায়া কিংবা অভিযোগ। 
সে আমায় হারায়নি 
হারিয়েছে জড়িয়ে ধরার চেষ্টা, 
হাত ধরে হাঁটার গতি। 
সে আমায় হারায়নি 
হারিয়েছে গন্তব্য এবং ঠিকানা, 
ভালোবাসি বলার মানুষ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ