বহুভাষী

 ✒️চন্দন পাল 

একবার বাংলায়, একবার ইংরেজি। 
কখনও ফার্সি, উর্দু, জাপানি --
যা বলো তাই করি।

হুকুমের গোলাম আমি , তবে মনে রেখো--
তোমার উত্থান-পতন, জেল-ফাঁসি, বেদ-বাইবেল, 
আমারই স্বাক্ষরে সিদ্ধ ! 
শাণিত শব্দে ভোঁতা হয় বেয়নেট্, শোষক রাজপাট। 

আমি তোমার বুকের অলঙ্কার, ভাষার পিয়ন - কলম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ