✒️চন্দ্রিমা বণিক
হে নারী,তুমি যুগে যুগে কত গড়েছ ইতিহাস,
তোমায় ছাড়া আজো অসম্পূর্ণ এই অর্ধেক আকাশ।
কখনো মা, কখনো বোন, কখনোবা দুহিতা রূপে,
স্নেহ মায়ায় আগলে রেখেছ এই বিশ্ব জগতটাকে,
অর্ধাঙ্গিনী হয়ে পুরুষের পাশে তুমি ধর সংসারের হাল
শক্তি রূপে শক্তি জোগাও,দূর কর আপদ জঞ্জাল।
বেদ পুরাণের যুগ থেকে তুমি ছিলেনাতো পিছিয়ে!
অপালা ঘোষা বিশ্ববারা এরই দৃষ্টান্ত দেয় স্মরণ করিয়ে,
মহাকাশ থেকে সমুদ্রের তলদেশে তুমি জমিয়েছ পাড়ি
স্মৃতির কোঠায় অবিস্মৃত কল্পনাকে আজো নমন করি।
ঘরের লক্ষ্মী তুমি ঘরে, সাহসে লক্ষ্মীবাই,
যুদ্ধক্ষেত্র থেকে এভারেস্ট বিজয়ে তোমাকেইতো আমরা চাই।
শিল্পকলা বিজ্ঞান থেকে নেই তুমি যে দূরে
যুক্তিতর্ক প্রযুক্তিতেও চলেছ একই সুরে।
প্রাণদায়ী তুমি কল্যানময়ী চিকিৎসকও বটে,
তোমার সেবায় রাতেদিনে কতনা চমৎকার ঘটে।
তুমি গায়িকা, তুমি নায়িকা, রাজনীতিতেও সেরা,
বহুমুখী প্রতিভা তোমার, তুমি সেরার সেরা।
0 মন্তব্যসমূহ