সম্পাদকীয়


✒️সম্পাদকীয়...

                   
            সময় যাক না সব একাকী চলে
 তারপর আসবে একদিন আর ডুববো কাজলে।


নবোন্মেষ সাহিত্য পত্রিকার মার্চ মাসের ই সংখ্যা রাজ্য, বহিঃরাজ্য, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কবি, লেখক, সাহিত্যিক বৃন্দের কলমে ফুটে উঠেছে। এই তপ্ত দুপুরেও কঠোর পরিশ্রমে যারা পরিবারের মুখে হাসি ফোটাতে খেটে চলেছে, আমরা এই সংখ্যাটি সেইসব মেহনতি বন্ধুদের সমর্পণ করলাম। 

ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য আমাদের ত্রিপুরা । শিল্প, সাহিত্য, ঐতিহ্যে আমাদের ত্রিপুরা সবসময়ই সমৃদ্ধ। আর সেই ভাবধারা অব্যাহত রাখতে বর্তমান সময়ের বিভিন্ন সাহিত্য পত্রিকার আমূল অগ্রগতি অত্যন্ত লক্ষনীয়। 
এই পথে ত্রিপুরার নবোন্মেষ সাহিত্য পত্রিকা রাজ্যের একটি উল্লেখযোগ্য নাম। আমরা মন খুলে স্বাগতম জানাই নব চিন্তাকে, নব সৃষ্টিকে, নব ভাবনাকে। 

শ্রী গৌরাঙ্গ সরকার মহোদয়ের হাত ধরে শুরু হয়েছিল এই ব্যাতিক্রমি সাহিত্য পত্রিকার পথচলা। শ্রী গৌরাঙ্গ সরকার মহোদয়ের সাহিত্যের প্রতি অনুরাগ, ভালোবাসা তথা মাতৃভাষার প্রতি দায়িত্ববোধের ফলই এই নবোন্মেষ সাহিত্য পত্রিকা।
পাশাপাশি শুভাকাঙ্খিদের থেকেও সবসময় সহযোগিতা আর উৎসাহ পেয়েছি ৷ তাই সবারকাছে আমরা চিরকৃতজ্ঞ ৷ নবোন্মেষ সাহিত্য পত্রিকার সম্পূর্ণ কমিটির সদস্য, সদস্যার বৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফল এই সংখ্যাটি। অনেক ধন্যবাদ জানাই তাদেরও।

আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এই সংখ্যার সাথে জড়িত ছিলেন। এই সংখ্যাটি যদি সবার কাছে ভালো লাগে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক বলে বিবেচিত হবে ।

ধন্যবাদান্তে,
কার্যকরী সম্পাদক 
শ্রী পান্থ দাস 
নবোন্মেষ সাহিত্য পত্রিকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ