এ আবার কেমন গনতন্ত্র ভাই
যেখানে
চিন্তার অমিল নেই,
ক্ষমতায় যে ই আসুকনা কেন,
সর্বসাধারণের পাশে তো কেউই নেই।
যে জানেনা সেও হয়ে যায়
রাজনীতিবিদ,
ক্ষণিকের জন্য,
যদিওবা ফলাফল ঘোষণার পর,
থাকেনা তার কোনো প্রাধান্য।
জয়ের লেলীহান শিখায় যেন না ঢাকা
পড়ে পরাজয়ের চিৎকার,
কারন গনতন্ত্র সর্বসাধারণকে দেয়
মাথা
তুলে বাঁচবার অধিকার।
রাজনীতি না হয় থাকুক
রাজনেতাদের হাতে,
আর ভালোবেসে, হাসি মুখে, বাঁচার
বুদ্ধি
থাকুক আমার আর তোমার হাতে।
0 মন্তব্যসমূহ