উদ্বাস্তু উমা


               ✍️শ্যাম মালাকার

আজ একাত্তরের বহু বছর পর 
     পূর্ব বঙ্গ আবারও উত্তাল। 
স্বাধীন বাংলাদেশে আজ 
    সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ।
অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া 
কুমিল্লার সেই ছোট্ট অভুক্ত শিশুটা - 
       যখন আহত , 
তখন তার মুখে একটাই সুর - 
          মা মা মা ...
বেচারা সে জানেই না  যে 
জগৎ জননী মহিষাসুর মর্দিনী আজ 
          উদ্বাস্তু উমা 
পদ্মার বুকে ভাসছে তরণী, 
   ভূমিচড় দুরু দুরু কম্পিত - 
যেনো কাঁদছে ধরণী।
     স্তব্ধ আকাশ স্তব্ধ বাতাস। 
স্তব্ধ জলরাশী,
   পদ্মার পাড়ে যাইনা শোনা- 
সেই রাখাল বালকের বাঁশি। 
   আজ নোয়াখালি কম্পিত, 
স্তব্ধিত হাজিগঞ্জ আর কুমিল্লা ।
  চিন্ময়ী জননীর সেই - 
 মৃন্ময়ী প্রতিমা তে হয়েছে হামলা । 
  কোরান শরিফ মরকটের পায়ে - 
রেখেছিল কী চিন্ময়ী মায়ের - 
      মৃন্ময়ী প্রতিমা? 
তবে কেনো শাস্তি পেলো - 
     বালক শিশু আর - 
উদ্বাস্তু উমা ? 
     বিজয়ার সিঁদুর খেলার আগেই - 
রক্তের হোলী খেলায় মেতে উঠলো 
   কিছু যবনের দল  ।
হাতে নিয়ে কাটারি কুঠারি- 
    ছিন্ন ভিন্ন করে দিল ,
দেবী অঙ্গের লজ্জা বস্ত্র শাড়ি  ।
    নোয়াখালির যতীন সাহার সেই 
নিথর দেহ টা যেনো মৃত্যুর আগে -
তৃষ্ণার শেষ জলবিন্দুর জন্য - 
   কাতরাতে কাতরারে বলে 
          মা মা মা ...
কিন্ত   আজ যে  তার জগৎ জননী
  মহিষাসুর মর্দিনী মা - 
          উদ্বাস্তু উমা ।
যিনি স্বয়ং আজ যবন দ্বারা 
      হয়েছে নির্যাতিতা। 
  তাঁর দুই দুহিতা 
লক্ষ্মী আর স্বরস্বতির ইজ্জত বাঁচাতে - 
    শত যবনের হাতে তিনি আজ ধর্ষিতা। 
তাঁর দুই পুত্র স্বামীনাথন 
    আর গজানন কে বাঁচাতে- 
তিনি আজ পাগলিনী- 
    ললাট হতে যে দূর্গাদের তেজ প্রবাহিত ,
তারা  আজ কুমিল্লা আর চাঁদপুরের 
    মাটিতে সমাহিত । 
থম থমে আজ ভাষা শহীদের- 
     প্রাণের দেশ ।
স্বাধীনতার এত কাল পরেও - 
   সেখানে কাটেনি পাকিস্তানি 
জেহাদের রেষ  ।
       যে জেহাদের রোষানলে আজ - 
ওপার বাংলার শত শত 
      রক্তে মাংসে গড়া দূর্গারা ধর্ষিতা। 
আজ বিজয়ার পবিত্র  সিঁদুর 
      কুমিল্লার রাঙা মাটিতে ।
সিঁদুর রাঙা রক্তের রঙ - 
    পদ্মার জলে প্লাবিত। 
আজ বাংলাদেশী যবনদের ভয়ে ,
     রক্তে মাংসে গড়া - 
শত শত  মা ষষ্ঠীর কন্যা লক্ষ্মী স্বরস্বতি
 তাদের মান  ইজ্জত নিয়ে  আতঙ্কিত ।
 পদ্মার এপাড়ে দাড়িয়ে - 
 আজ ভাবে শত উমা
   গঙ্গার ওপাড়ে আছে ,
সেই পাপ নাশিনী - 
       রক্তাক্ষ্মী শ্যামা। 
 আজ মনে হয় ওপারের -
শত শত জননী শতাক্ষ্মীর 
   শত আঁখি  থেকে বেদনার 
অশ্রু ঝড়ছে। 
সেই শত অশ্রু ধারা -
     পদ্মার তরঙ্গের সাথে মিশে- 
দক্ষিণেশ্বরীর চরণ ধোয়াবে। 
আজ পদ্মার পাড়ে দাড়িয়ে 
           মা মা মা ......
 বলে ডাকছে শত শত -
        উদ্বাস্তু উমা । 
আজ একাত্তরের বহু বছর পর 
     পূর্ব বঙ্গ আবারও উত্তাল। 
স্বাধীন বাংলাদেশে আজ 
    সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ।
অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া 
কুমিল্লার সেই ছোট্ট অভুক্ত শিশুটা - 
           যখন আহত , 
তখন তার মুখে একটাই সুর - 
          মা মা মা ...
বেচারা সে জানেই না  যে 
জগৎ জননী মহিষাসুর মর্দিনী আজ -
          উদ্বাস্তু উমা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন