✍️দেবাশীষ সরখেল
আজ রাতে ক্ষ্যাপা আমি হয়ে গেছি রোদ্দুর রায় বিশ্বজগৎ করিতেছে হায় হায়
তুই আমি হই ছন্নমতি চলে যাই বিশ্বভারতী
ফিরতি ট্রেনে আমার মাথা জুড়ে তোর থাই
তিল কুত্তি ভিটে জুড়ে বুনিয়া চলেছে কালের কানাই
আমাদের জন্ম নাই মৃত্যু নাই
যত অগ্নি'ফুল খাই
জাহান্নামে যাই যাই করে
পৌঁছে গেলাম ভদ্রলোকের চেনা বন্দরে
হলাম ভদ্রলোক
আর আমাদের পিছু পিছু ছুটে মহাজীবনের শোক
শোক আর শ্লোক শোক আর শ্লোক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন