✍️ কলমে : - রণদীপ সিংহ
--------------------
জল ভরা মেঘ ভাসে
সুদূরের ঐ আকাশে ,
আমরা ক ' জন বসে আছি
রেল লাইনের পাশে ।
খানিক দূরে ঐ দেখা যায়
নিশ্চিন্তপুরে র স্টেশন ,
ক ' দিন বাদেই হবে যার
শুভ উদ্বোধন !
ও পাড় বাংলার বুক চিরে
এ পাড় বাংলায় গমন ।
লাখো লোকের আশা বুকে
আসবে সন্ধিক্ষণ ।
দুই বাংলার ই রক্তক্ষরণ
সাতচল্লিশের পর !
কে সে ছিল মীরজাফর
কোন্ সে যমের চর ?
হৃদপিন্ড কেটে ভাগ করেছে
বিশ্বাসঘাতকের দল,
বুকের মানুষ হারিয়ে গেছে
আজ --- আঁখি টলটল !
মনের মানুষ প্রাণের মানুষ
আর কি তারে পাবো ?
বুকে টেনে জড়িয়ে ধরে
হৃদয় জুড়াবো ।
রসুল আল্লা খোদা তালা
হে পরম ঈশ্বর ,
প্রাণে প্রাণে এক করে দাও
নই তো মোরা পর ।
আবার আমরা এক হতে চাই
একই মায়ের সন্তান ,
' ধর্ম ' আপদ বিদেয় হোক
ভাই - ভাই হিন্দু মুসলমান ।
---------------------
0 মন্তব্যসমূহ