শীত


          ✍️পার্থজিৎ ভৌমিক

চারিদিকে হিমেল হাওয়া 
বাতাসেতে  বয়।
শীত এলেই শুষ্ক পথ
ধূলো মেখে রয়।

শীতের সকাল চাঁদর মোড়া
শিশির দিয়ে ঢাঁকা।
যেদিক পানেই তাকাই
যেন সাদা ছবি আঁকা।

সবুজ প্রান্তর ডুব দিয়েছে 
কুয়াশারই  তরে।
সূর্য কিরণ উঠতে আজি
বড্ড দেড়ি করে।

সূর্য‍্যি কিরণ উঠলে হেঁসে
 চাঁদর সরে যায়।
পাতার উপর জমা শিশির 
মাটিতে লুটায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন