✍ সুচরিতা পাটারী
বসেছিলাম ছাদের কোণে,
চেয়ে রয়েছি আকাশ পানে
দিয়ে এক মন, দিয়ে এক প্রাণ,
ভাবছি শুধু সেই চেনা গান।
হঠাৎ করেই মেঘ গুড়গুড়,
ডাকছে আকাশ, যেন বহুদূর।
আলতো আলতো বিদ্যুৎ ঝলক,
ছুঁয়ে গেল চোখের পলক।
নিজের মধ্যে হারিয়ে গেলাম,
নতুন সখী খুঁজে পেলাম।
আচমকাই বৃষ্টি এল একপশলা!
চুল থেকে নখ ভিজিয়ে দিল,
ধুয়ে দিল গানের মালা।
তখনই সখী মেঘ বালিকা,
ছুটে এসে ছুঁলো আমায়,
বলল আমায় "সখী তুই গা"।
চমকে গিয়ে বলি আমি!
দুজনেই গাই একসাথে?
বিশ্বকবির সেই গান খানা,
যে গান ছিল মোর ভাবনাতে।
যে গান খানা উজাড় করে
দিয়েছিলেন শ্রাবণ তরে,
ধরো সখী সেই গান খানা
"শ্রাবণের ধারার মতো পরুক ঝড়ে"।