রবির আলো

      ✍️রুবেল হোসেন

তুমি কবিগুরু, তুমি বিশ্বকবি, 
তুমিই রবীন্দ্র সংগীতের স্রষ্টা। 
তুমি ঔপন্যাসিক, তুমি নাট্যকার,  
তুমিই ছোটগল্প সংজ্ঞার প্রতিষ্ঠাতা। 
তোমার চিত্রকলা, তোমার ছন্দ
হৃদয় জুড়ানো শান্তি।
তোমার গল্প, তোমার থিয়েটার 
ফুরিয়ে দেয় যে ক্লান্তি। 
তোমার সংগীত, তোমার উপন্যাস 
কাঁদে বিধাতার প্রাণ।
শ্রবণ পঠনে কিরণ দায়ক,
তোমার শ্রেষ্ঠ দান।
তোমার সৃষ্টি মুখ ফিরালে 
লোহায় পড়তো জং,
তোমার দানে লুপ্ত আছে 
রামধনুর সাত রং। 
তুমি সুন্দর, তুমি সুন্দর, 
তুমি সুন্দর অপরূপ। 
শ্রাবণের মুগ্ধ সকালের
ধরণীর ছায়ারূপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন