….✍ সীমা চক্রবর্তী
আমি এখন বেচে নেই হয়ত
আমি এখন পচে গেছি, গলে গেছি
এখন গায়ে শুধু পচা মাংসের গন্ধ।
সুগন্ধি পারফিউমের মাথা ধরা ঘ্রাণ এখন আর নেই।
ঘুনপোকায় ধরা এই আমি এখন
তোমার বৃত্তের বাইরে অতি মাত্রায়
সত্যি শূন্যতায় দাড়িয়ে।
এখন দিন নেই রাত নেই শুধু মনে হয়
তুমি বুঝি সত্যিই গগনচন্দ্র,
তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে আমি
পৃথিবী থেকে শুধু তার আলোর ঝলকানি ভালবাসতে পারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন