✍️ রুবেল সালমান খান
চলো আজ গিয়ে বসে থাকি দু'জনে,
ওই ছোট নদীর ঘাটে।
যখন রাখালেরা গরুর পাল নিয়ে ফিরে।
আর দিগন্তে সূর্য যায় পাটে।
যেখানে নদীর দুই তীরে কাশ ফুল,
আর চারিদিকে বিস্তৃত ধানের জমি।
যেখানে বিকেলের শেষে সন্ধ্যা নেমে আসে,
নির্জনে বসে থাকবো শুধু তুমি আর আমি।
সেখানে বসে দেখবো দু'জনে,
সন্ধ্যায় বাসায় ফিরছে পাখির ঝাঁক।
নদীতে মাছের খেলা দেখবো,
আর শুনবো কোলা ব্যাঙের ডাক।
বসে থাকবো দু'জনে সারা বিকেল গড়িয়ে সন্ধ্যা,
যতক্ষণ না নদীর জলে চাঁদের চেহারা ভাসে,
যতক্ষণ না ঝিঁঝিঁ গান গায় আর,
হৃদয় জুড়িয়ে যায় সন্ধ্যার হীমেল বাতাসে।
0 মন্তব্যসমূহ