বাঙালির পৌষপার্বণ


                     ✍️সুব্রত দেবনাথ

  বারো মাসে তেরো পার্বণ,
 এটা বাঙালির প্রচলিত রীতি নীতি।
 এই বছরটা একটু ব্যতিক্রম,
 সবই অর্থসঙ্কটের পরিণতি।। অভাব-অনটনে কাটছে দিন,
 কত দরিদ্রের ঘরে।
 পৌষ মাস মানে কি? ভুলে গেছে তারা,
 এই অর্থ সংকটে র তরে।।
 খিদে মেটাবার চাল নেই ঘরে,
 পৌষ পার্বণ পালন করবে কিসে?
 যে ঋণ করেছে তারা, এই মহামারিতে,
 মেটানোর জন্য আজ নিরবে, ভাবে বসে বসে।।
 আমিও খাব না পিঠে,এই একটি বছর!
 দাঁড়াবো তাদের পাশে ।
যে টাকা করবো খরচ নিজের স্বার্থে ,
তাহা দেবো দরিদ্রদের খিদে মেটানোর জন্য, আমি অনায়াসে।।
 জানি বেশি কিছু করতে পারবো না, 
এটুকু তো করতে পারি।
 শিক্ষা নিয়েছি মায়ের কাছ থেকে,
 তা কি কখনো ভুলতে পারি।।

একটি মন্তব্য পোস্ট করুন