নদী

  ✍️ সুকুমার মজুমদার


কোন পাহাড়ে জন্ম তোমার,
কোথায় তোমার ঘর?
কোন দেশেতে বয়ে চলেছো,
ছেড়ে তোমার চড়?
কোন মাঝিটা বন্ধু তোমার, কোন ঘাটে তার বাড়ি?
সুদিন বর্ষা মাথায় করে, দিচ্ছে তোমায় পাড়ি?

উজান ফেলে ভাটির পানে কার টানেতে যাও?
কোন সে সুধায় না'(নৌকা)  ভরিয়ে কাকে দিতে চাও?

কোন শহরের প্রাণ তুমি,
চালাও তুমি কোন সে কল?
কাদের তুমি তৃষ্ণা মিটাও, কারা তোমার বিষায় জল?
কারা তোমার গতিপথে গড়ে বাড়ী কারখানা?
কারা তোমার জলে ফেলে নিত্য আবর্জনা?

শহর গ্রামের জীবনরেখা বইছো নিরন্তর।
তোমার জলে বাঁচে প্রাণ, সিক্ত হয় প্রান্তর।

চলো নদী ভয়ঙ্করী বন্যা নিয়ে সাথে!
ভাষাও বাড়ী,
কলকারবারী, 
দোষ দেখি না তাতে!
তোমার পথের সাথী হয়ে যেতে আমি চাই।
তোমার পাড়ে মাঝি মাল্লার দিতে হবে ঠাঁই!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ