এই হেমন্তে

🖋দ্বীপ বণিক 

কথা ছিলো এই হেমন্তে'ও,
কাটা হবে ধান প্রতি হেমন্তের মতো। 
কৃষকও তৈরি কাস্তে হাতে নিয়ে;
যাবে মাঠে কাটবে সোনালী ধান।
কোথা হতে যেন কালবৈশাখীর মতো;
ঘন অন্ধকারে ঢেকে গেলো চারিদিকে আকাশ। 
পড়ছে বৃষ্টি অঝর স্রোতে বিরামহীন ভাবে,
বাড়ির আঙিনা ছাড়িয়ে সোনালী মাঠ জুড়ে। 
বৃষ্টির ফোঁটার সাথে কী ভাবে যেন,
অচেনা কৃষকের চোখের জল বয়ে চলল মাঠ গড়িয়ে। 
দীর্ঘ সাত মাসের অক্লান্ত শ্রমের শেষে,
বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে ফসল গুলো। 
তারাও বলছে নির্বাক সুরে,
বাঁচাও মোরে! যেতে চাই কৃষকের ঘরে।
যা হবার কখনো ছিলোনা কথা;
আজ হলো সেথা ---
কতোটা কষ্ট কৃষকের বুকে;
অনেক কৃষক মরবে এই শোকে।
থেমে যাও এই প্রকৃতির খেলা;
কৃষক ঘরে তুলুক সোনালী ফসলের মেলা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ