🖋পাপিয়া দাস
ও মাঝি পার করবে আমায়
আমি যে ক্লান্ত,পরিশ্রান্ত
নিয়ে যাও আমায়।
ওগো দিদি আমি যে
আদেশে চলি তাঁর।
এখন নিতে পারবনা তোমায়।
ও মাঝি আমি তো আর চলতে পারছিনা।
হাত,পা আর সামনে এগোয় না।
হাঁটু, কোমরে জোর কমে গেছে।
ও দিদি তুমি বুঝনা কেন
আমার তো তোমায় নেওয়ার আদেশ নেই
দেখনা পিছনে অনেক লম্বা লাইন লেগে আছে।
নিয়ে গেলে তোর ভালো হবে,
আমার সব আশিষ লাগবে।
ক'দিন গিয়ে ঘুরে আসি।
গেলে তুমি তো আর ফিরবে না
ওখান থেকে চাইলে ও আর আসতে পারবেনা।
তুমি হবে মোর সর্দারের চরন দাসী।
আমি তো যাব কয়েক দিনের জন্য
আবার বিশ্রাম নিয়ে ফিরে আসব।
চাইলেই আসতে পারবে তুমি
আমি তো ও পারের মাঝি
সর্দার যাকে বলে তাকেই শুধু নিয়ে যাই।
এরকম হলে আমি এই
ব্যথা যন্ত্রণা নিয়েই
আরও থেকে যেতে চাই।
0 মন্তব্যসমূহ