🖋রুপালী রায়
দস্যুর ন্যায় অদমনীয়
উত্তপ্ত রোদালোকে,
একটা সরু মেঠো রাস্তায়
রাখাল বালকের দল ।
স্তব্ধ নিবির তরু ছায়ে
কার্তিকের দুপুর ,
ক্ষুধার্ত জীবন যুদ্ধে
কৃষকের ঘর্মাক্ত দেহখানি ।
সোনালী আভায় ঝিকিমিকি
এক ঝাঁক বিহঙ্গ,
কিচিমিচি সুরে
উড়ে চলছে বহুদূর
আহারের সন্ধানে ।
বহু দূর মরু পথ
তৃষিত হৃদয়, দুচোখে শুধু বালুচর ।
উত্তপ্ত বালুকা রাশি শুষে নেয়
সমস্ত তৃষ্ণার জল ।
নিমেষে বিলিন হয়
দুচোখের অশ্রু বারি ।
বহুকাল যাবৎ খুঁজে পাই না
স্বপ্ন সবুজ ,
নীলাভ আকাশ ,
এক ঝাঁক ঝিঝি পোকা
তল পড়ে গেছে অনন্ত কালের জন্য ।
0 মন্তব্যসমূহ