"ওগো হেমন্ত রইলো তোমায় নিমন্ত্রণ"

"ওগো হেমন্ত রইলো তোমায় নিমন্ত্রণ"

ওগো হেমন্ত রইলো নিমন্ত্রণ, 
তোমার দ্বারে আমার। 
তুমি যে যাচ্ছো চলে বহুদূর, 
তাইতো বইছে ভুবনে বিষাদের সুর! 
ওগো হেমন্ত রইলো নিমন্ত্রণ, 
তোমার দ্বারে আমার। 
ওগো হেমন্ত তোমার আগমনে, 
বইছিলো চারিদিকে আনন্দের সুর। 
তোমার সহিত এসেছে আমার ঘরে, 
শতশত পাখি অতিথি হয়ে আমার ঘরে। 
এখন যে যাবে চলে যে যার নীড় ছেড়ে, 
আমার ঘরটি ফাকা করে! 
তোমার কুয়াশার চাদরে ঢাকা, 
সবুজ ঘাসের মাঠটি যেনো ডেকে বলছে তোমায়
ওগো হেমন্ত রয়ে যাও  আরও কিছুক্ষণ যেওনা সখা এখন! 
তুমি যে হেমন্ত নিয়ে যাচ্ছো চলে, 
সমস্ত পুরাতনকে ঝরিয়ে দিয়ে যাচ্ছো তুমি সখা চিরনবীনের আভা। 
প্রজাপতি তার রঙ্গিন পাখায় যেন, 
বয়ে নিয়ে চলেছে বিষাদের সুর
যাবে যে চলে সখা হেমন্ত ছেড়ে তাকে! 
ওগো হেমন্ত তোমার প্রেমের বৃষ্টিতে ভিজেছি আমি, 
তবুও তোমায় বিদায় দিচ্ছি আমি। 
যাচ্ছো নিয়ে তুমি হেমন্ত, 
আমার সমস্ত পুরানো স্মৃতির খাম। 
রেখে যে যাচ্ছো তুমি সখা আমায় একা, 
কবে যে হবে আমার সমস্ত প্রতিক্ষার অবসান
বলতে পারো কী সখা হেমন্ত আমায়? 
ওগো হেমন্ত তুমি ফিরে এসো প্রকৃতির রীতি মতো, 
রইলো নিমন্ত্রণ তোমার দ্বারে আমার। 
ওগো হেমন্ত এসে যেনো, 
ভরিয়ে দিও চাষার ঘর টি, 
দিও তুমি সখা এই বরটি। 
ওগো হেমন্ত রইলো নিমন্ত্রণ, 
তোমার দ্বারে আমার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ