"অস্তিত্ব"

"অস্তিত্ব"

পরিচিত চায়ের চুমুকে, 
রেলিং ঘেরা ঝুল বারান্দায় 
তার আলতো ছোঁয়া রেখে যায়। 

হাতঘড়ি জানান দেয় 
বিকেলের মিঠে কড়া রোদে 
আড্ডা জমানোর নেশা। 

কখন যেনো হাতড়ে যায় 
শূন্য আরামকেদারার হাতল
দীর্ঘশ্বাস ফেলে। 

ফানুসের মতো উড়ে গিয়ে 
কষ্টগুলো বাষ্পীয় আকার নেয়
একা,  নিঃসঙ্গ ভাবে। 
নির্বাক হয়ে দেখি আমি 
চোখের জলের দাগে 
ছোঁয়া পাই  যে তার।। 
                  *****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ