"বর্তমান"

"বর্তমান"

আজ স্তব্ধ এই মানব জীবন।
দিন দিন বেড়েই চলেছে মনুষ্য পতনের সংক্রমণ।।

খেটে খাওয়া মানুষ আজ অন্নের কাঙ্গাল।
অভাবের দরুনই চুরি-ডাকাতি তুমাল।।

ব্যবসায়ী শ্রেণি হচ্ছে ক্ষতির সম্মুখীন।
কৃষকরা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ সুদ করতে না পেরে ঋণ।।

পুড়ছে মানুষ আজ হিংসায়।
ডুবে মরছে লোভ লালসায়।।

পাশে দাঁড়ানোর বন্ধুত্ব আজ লুপ্ত হচ্ছে।
কাল মুখোশের আপনত্ত্ব বিশ্বাসী কে ধ্বংস করছে।।

প্রতিবাদ করা মানুষগুলো আজ নীরবতার দমনে ভুগছে।
অন্ধকারের কোপে যেন আলোর নিঃশেষ ঘটছে।।

সঠিক শিক্ষা গ্রহণে হচ্ছে নানান বাধা।
সরল সোজা দেখতে অথচ অমিল ধাঁধা।।

একের দুঃখে অন্যে হাঁসে।
ন্যায়-এর বিচার বন্যায় ভাসে।।

পরোপকারী সর্বস্ব হারাচ্ছে।
অথচ চোষাগুলো আরো অধিক ক্ষমতাবান হয়ে উঠছে।।

ভালো স্বভাবী মানুষরাও বহন করছে অপমান।
হ্যাঁ আজ এটাই বর্তমান।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ