"মধুর লীলাক্ষেত্র"

"মধুর লীলাক্ষেত্র"  

মিছে মায়ায় বদ্ধ হয়ে 
     হলে মায়াতে আবদ্ধ, 
অবশেষে আবার যেন 
       না হয় শ্বাস রুদ্ধ।
এতো কথা এতো গানে 
   পাও খুশীর আমেজ, 
থাকে যেন প্রাণে সদা 
   সুখের এই  আমেজ।
সুখ দুঃখ ঘূর্ণায়মান 
    তাই সদা জাগে ভয়, 
ভয়ে কম্পিত হয়ে ভাবো
       কখন যে কি হয়।
রঙ্গরসে আছে কন্টক 
      আছে কতো বাধা, 
বৃন্দাববনে করে লীলা
         কৃষ্ণ আর রাধা।
রঙ্গ লীলায় হয়ে মত্ত
       আনন্দে হন মগন, 
নরনারীর লীলাক্ষেত্রও
           মধুর বৃন্দাবন, 
প্রেম লীলায় কৃষ্ণ আর
          রাধা বিনোদিনী।
অষ্ট সখী রেখে রাধা
             হন উন্মাদিনী, 
বৃন্দাবনে রাধা কৃষ্ণের
         দেখে প্রেম লীলা, 
দেখাদেখি নরনারী মর্ত্যে 
          করে প্রেম খেলা। 
সর্ব কর্মেই আছে বাধা
     রেখো চোখে জড়তা, 
যথাসাধ্য করো চেষ্টা 
           রাখতে সম্ভ্রমতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ