"সকলের স্বামী"

"সকলের স্বামী"

পাখির কাছে প্রশ্ন করি
কে শিখিয়েছেন গান ?
পাখি বলে তিনিই যিনি
দান করেছেন প্রাণ।

ফুলের কাছে প্রশ্ন করি
কে শিখিয়েছেন হাসি ?
ফুল বলে তিনি যিনির
ঐ রাঙা পদের দাসী।

শিশুর কাছে প্রশ্ন করি
কে শিখিয়েছেন মায়া ?
শিশু বলে তিনিই যিনি
দান করেছেন কায়া।

ফুল পাখি জল স্থলের
 সৃষ্টিকর্তা হন যিনি,
অনাদির আদি ঈশ্বর
সকলের স্বামী তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ