"অভিব্যক্তি"

    সুপর্ণা মজুমদার রায়

তোর মন খারাপের সব দুঃখ গুলো গুছিয়ে রাখিস আমার জন্য । 
আমার ঝুলি ভরা সুখের বিনিময়ে তোর দুঃখ কিনে আনবো। 
তোর দুচোখ বেয়ে গড়িয়ে যাওয়া জলগুলো জমিয়ে রাখিস জীবন পাত্রে। 
আমার তৃষিত হৃদয় সেই জলে ভিজাবো। 
সুদীর্ঘ বছর কেটে গেছে, আকাশের গায়ে আবীর উড়াই না। 
তোর আমার আবদ্ধ কথামালায় শেষের কবিতা লিখা আর হলো না। 
তোর ফেলে যাওয়া যে রঙিন ওড়নাটা, 
তাতেই এখন সাদা কালো জীবনের  বসন্ত মানাই । 
দ্বিধা দ্বন্দ্বকে উপেক্ষা করে মনের ভাঁজে 
যাযাবর সুখকে লুকাই। 
ভয় হয়,পাছে আমানতি সুখটা না চলে যায়, 
যে সুখে তোকে রাঙাবো ভেবেছিলাম । 
কে বলে,আমি নেই তোর পাশে? 
দমকা হাওয়ায় যখন তোর রেশমি চুল দুলে উঠবে, 
জানবি,পাশে আমিই আছি তোকে ভালোবেসে । 
------******------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ