✍️ মাধুরী লোধ
প্রতিনিয়ত বাঁচবার লড়াই এ পাক দনডী
ঘূর্ণাবর্তের জীবন তবুও বেঁচে থাকা মাঠ রাঙ্গানো সরিষা দোলের মতো প্রেম দোল হৃদয়ে গেঁথে ।
অপরাজিতা থাকার দূর্লভ শ্রম বিনম্র সাতকাহন , জীবনের রন্ধ্রে রন্ধ্রে সুখ দুঃখের দহন , মত্ত উল্লাস বাস্তবতা কে ঘিরে ।
বাঁচার লড়াই এ সাথে পেতে পূর্ণিমাকে আমি যে মরিয়া আমার জৌলুস হীন জীবনে বসাতে বিউটি পার্লার
প্রতিনিয়ত নিজেকে মেলে ধরতে গেলে কিছু না কিছু বাদ সাধে ঐ যেমন সীমান্তে কাঁটাতার ।
সি্্হ শাবক ও খোঁজে উম,জাবরকাটা পশু ও খোঁজে শীতল ছায়া,হীরা চুননি শাক চুন্নি পোকা মাকড় গুলো খোঁজে উড়ে বেড়াবার ঘাস তেমনি
আমি ও লাগিয়ছি তর্জনীতে গ্রহের আ্্টি যদি পাই ওষধি দূর্বলতা কাটিয়ে দৌড়ঝাঁপ করতে পারি বারোমাস ।
রাজার রাজত্ব নেই বলে তো মুছে যায় নি রাজপথ
সে ভরসায় বাজারে সবজির আগুন মূল্য শুনে মনে ভেসে বেড়ায় এবার মাঠে নেমে করবো চাষবাস ।
গ্যাসের মূল্য বৃদ্ধি তে হোক না খড়কুটো জ্বালাবার ধূম ,ঐ বটের ঝুড়ি যেমন বটগাছের নিরাপত্তা তেমনি গ্রামের পথ ঘাটের দৃশ্যে কাদাজল না থাকলে যে মানাবে না আর গ্রামের ছবি আঁকবে পর্ণ কুটির থাকবে না তা কি হয় । গ্রাম মানেই তো নির্মল হাওয়া , ঝোপঝাড়ে পরে আছে অমূল্য ঔষধ মাছ হাঁস বাঁশ ।।
তেমনি তো আমি হাত পেতে আছি কখন বলবে এসো দুজনে সাঁতরে পাড় হবো এপার ওপার তুমি জোগাবে বুদ্ধি আমি জোগাবো সাহস ।
সমর্পিতা কিছু বলো কোথায় রেখেছো বদ্ধ হদয় খোলার চাবি , সেটা পেতে আমার হৃদয় এ হচ্ছে ভালবাসার চাষ।
0 মন্তব্যসমূহ