সম্পাদকীয়......................................✍️
ভালোবাসা কিংবা প্রেম শুধু একটি ছেলে এবং মেয়ের কাছাকাছি এসে প্রেমিক-প্রেমিকা হওয়া অথবা মধ্যেকার সম্পর্ক মনে করে ‘ভালোবাসা’ নামক মহা-পবিত্র নামটাকে অপমানিত না করাই শ্রেয়। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ‘ভালোবাসা’ নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি বা অনুভূতি পাওয়া যায়, তা আর অন্য কিছুতে পাওয়া খুব মুশকিল। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন, যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মনঃপ্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন। আপনার ভালোবাসা আপনার কাছেই, অন্য কারোর কাছে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
'কাছে আছে দেখিতে না পাও,
তুমি কাহার সন্ধানে দূরে যাও।
মনের মতো কারে খুঁজে মরো,
সে কি আছে ভুবনে?
সে তো রয়েছে মনে।'
ভালোবাসার অনুভূতি আমাদের মনেই থাকে। আমাদের কাজ হবে মনের সম্পদগুলোকে সঠিকভাবে প্রদান করা, আর কিছুই নয়। আমাদের এই সংখ্যাটিতে বেশির ভাগ কবিতা প্রেম-ভালোবাসা নিয়ে প্রকাশিত এবং সংখ্যাটি সকল প্রেমিক-প্রেমিকাদের উৎসর্গ করলাম। আশা করি আপনাদের আকর্ষণ করবে। সবার জন্য রইলো শুভ কামনা৷
ধন্যবাদান্তে এবং শুভ কামনায়
গৌরাঙ্গ সরকার
সম্পাদক, নবোন্মেষ
0 মন্তব্যসমূহ