পদধ্বনি

 
✍️ স্বপন দেবনাথ 

চোখ মুদলেই শুধু তোমার ভাবনা গুলো 
চোখের নীলাভ আকাশ পানে ডানা মেলে উড়ে যায়। 
চোখ মুদলেই শুধু তোমার স্মৃতি গুলো 
কোমল কমল ন‍্যায় প্রস্ফুটিত হয়ে থাকে
চোখের আশেপাশে,
তার চারপাশে ঘুরে বেড়ায় গুঞ্জনরত ভ্রমরেরা।
চোখ মুদলেই শুধু ভেসে ভেসে আসে তোমার কারুকার্য সম মুখাকৃতি।
চোখ মুদলে আজও কর্ণের দ্বার প্রান্তে ধ্বনিত হয় 
তোমার চলার পদধ্বনি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ