সুভাষের স্বাধীনতা


                  ✍️রাহুল দেবনাথ

৭৫ বছরের বুড়ি মা আজ‌ও পরাধীন সুভাষ!
দু-বেলা দু-মুঠো অন্নের বদলে সে কেবল,
চার পাঁচটা কুকথা খেয়েছে।
কখনো প্রতিবাদ করেনি!
বরং সন্তানদের পাশে থাকবেন বলে,
মাথা গোজার ছোট্ট একটা ছাঁদ চেয়েছিল শুধু
দিন গুনে সে ছাঁদ এখন বৃদ্ধাশ্রমে...
তবে কিসের জন্য তুমি হারিয়ে গেছো সুভাষ?
কেনই বা তুমি স্বাধীনতা চেয়েছিলে?
রক্তের ঋণী করে ভারতবাসীকে।
ফিরে দেখো সুভাষ,
পরাধীনতার শিকল হতে,
সংশয়ের আড়ালে মুক্ত দেশবাসী,
তোমার ফেরার দিন গুনছে সুভাষ!
ফিরে এসো আরও একবার।
হে ভারত বীর, হে নেতাজি
আমরা আরো একবার রক্ত দিতে রাজি!
আমাদের স্বাধীনতা দাও আবারও !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ