✍️সোমা নস্কর
হে বীর শত সন্তান তোমরা রেখেছ দেশের মান
হীন চক্রান্তের আক্রমণে তুচ্ছ করেছ নিজের প্রাণ,
তোমরা তো কারোর মায়ের পুত্র কোন সতীর অলংকার
হিংসা দাঙ্গা মৃত্যুযুদ্ধে এগিয়েছো বার বার।
দেশের ভূমি দখল করে যারা করেছিল রাজ
তাদের প্রতিবাদ করে স্বাধীনতা এসেছে আজ,
বলিদানের আত্মঘাতে এনেছো তোমরা জয়ের পথ
আগামী দিনে শক্তি যোগাবে যুদ্ধবাহী তোমার রথ।
স্বপথ নিয়েছ দেশের জন্য প্রাণ থাকতে লড়বে
ভাবুনি তোমরা নিজের কথা বাঁচবে বা কি মরবে,
আজ নেই শুধু তোমরা,রইবে মোদের দেশের মান
ভুলিব কেমনে শহিদ কীর্তি,দিয়েছ তোমরা অমর দান।
তোমাদের স্বার্থ ত্যাগের দানে দিয়েছ ভূমির মূল্য দাম,
টাইগার হিলের উর্ধ্ব চূড়ায়,রবে তোমাদের চির সুনাম।
0 মন্তব্যসমূহ