বিরহ

    ✍️ রেখা রায়

 না বিরহে বেঁচে থাকা অশ্লীলতা। 
দেখো---
অবিরাম বিরহে কেমন বেঁচে আছে
সেই সাঁতার কাটা পুকুরটি 
ও ভুবনেশ্বরী মন্দির! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ