✍️প্রসেনজিৎ পাল
তোমার চরণতলে পাই যেন গো ঠাঁই,
তোমার নামে, তোমার গানে তোমারেই যেন পাই।
দিন ফুরাল, রাত্রি গেল কত জনম ধরে,
তোমায় পাবার স্বপ্ন তবু আছে হৃদয় জুড়ে।
জানি প্রভু ধরা দেবে একদিন তুমি
যেদিন পূর্ণ হবে পুণ্যে আমার হৃদয়ভূমি।
এই আশাতেই আছি আনন্দে ইচ্ছে হবে পূরণ,
পাব পাব কোন এক নিশিদিনে তোমার রাঙা চরণ।
0 মন্তব্যসমূহ