দেশহীত


                     ✍️পান্থ দাস

হলেন শহীদ 
শত শত অমর কিশোর,
হে বীর প্রসবিনী
ভয়টা কি তোর !

দেশ প্রেমের 
অবাধ সাধনায়,
ধ্যান জ্ঞান কি আর
বৃথা যায় !

যায়না যে ভোলা
তোমাদের রক্তে রাঙা
জাতীয় পতাকা,

দেশহীতে যে দিলেন 
ভরা যৌবন 
চাইতো যে শুধুই একতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ