✍️ অনুরাগ ভৌমিক
যেতে যেতে শুনবো পাশের বাড়ির কথা,
দেখবো চুলা থেকে ধোঁয়া উড়ে,
গরম ভাতের ঘ্রাণ;তারে শুয়ে আছে শাড়ি।
বিরাট সবুজ মাঠ, রোদের সমারোহ;
ডুব দেয়,ভেসে উঠে কিশোর কিশোরী।
ঢেউএ ঢেউএ ছুটে যাই আরও দূর, বহুদূর,
কত কত দৃশ্য,কথা,কর্ম জমা হয় ক্ষুদ্র এ বুকে;বয়ে চলি দিগন্তের দিকে।
শূন্য সব চারদিক,কাল গতিময়,বেলা কাটে চেয়ে চেয়ে,
দেখা হয়না আর,ব্যাথা নিয়ে ধেয়ে যাই, নদীর পারের মেয়ে
0 মন্তব্যসমূহ