শরৎকে ঋতুর রানি বলা হয়। এই সময় প্রকৃতি সাজে বাহারি ফুলে। নদীর দুই ধারজুড়ে শুভ্র কাশের বন। আর শরতের যৌবন শেষ হচ্ছে হচ্ছে বলে যে পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশে সৃষ্টি হয় শীতের যৌবন। এরই দুই ঋতুর মাঝে নিয়ে আসে দীপাবলির শত শত রঙের নানান আলো। ঘরে ঘরে জ্বলে উঠে কৃত্রিম মোমবাতি আর হাজার বছরের পুরোনো দিয়া। কিন্তু দীপাবলিতে কিছু একটা কম হচ্ছে, সেটা হল আমাদের মনের ঘরে আলো জ্বালাতে ভুলে যাই। হেমন্ত ঋতুর রজনীতে চারিদিক সুবাসিত হয় যে ফুলের সুমিষ্ট সুবাসে, সে ফুলের নাম ছাতিম ফুল। এই ফুলের গন্ধ যেন হাজার হাজার মাইল পর্যন্ত প্রভাব বিস্তার করে। ফুলের গন্ধ যেন আমাদের গাঁজা খাওয়ার নেশায় মাতিয়ে রাখে। হেমন্ত ঋতুর যৌবন ধরে রাখে এই ছাতিম ফুল। সব মিলিয়ে আমাদের দীপাবলির ঋতু যেন সজ্জিত এক রূপকথার পরি। যাইহোক, আমাদের নবোন্মেষ পত্রিকার অক্টোবর সংখ্যাও নানান কবিতা এবং গল্পের আলোয় সেজে ওঠেছে। যারা এই সংখ্যায় লেখা দিয়ে সংযুক্ত হয়েছেন, সবাইকে নবোন্মেষ পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশেষ সহযোগিতায় কবি পান্থ দাস, সুমিতা বর্ধন।।
ধন্যবাদ ও শুভ কামনায়
গৌরাঙ্গ সরকার
( সম্পাদক)
শিবশংকর দেবনাথ
(সহসম্পাদক)
নবোন্মেষ পত্রিকা
0 মন্তব্যসমূহ