হৃদয়ের শুন্যতা

               ✍️কাজী নিনারা বেগম

ভেবেছ কি তুমি দূরে চলে গেছ  সবকিছু শেষ , 
না তুমি চলে গেছ কিন্তু তোমার আগোছালো ঘরে টেবিলে রাখা ডাইরির উপর।
 চিকচিক করা বেগুনি কলম খানা মনে করে দেয় তোমার সেই প্রেমের কবিতা খানা,
 এক হৃদয়হীন মানুষের কাছে হৃদয়ের দাম কি আছে?
 এখনো রাত জাগি তোমার জন্য এক বুক শুন্যতা নিয়ে,
 রাতের নির্জনে নৈঃশব্দের চোরাচালানে। 
কখনো বা সেই রাতে ঘুমের ওষুধের নীল বীষে  শিরা উপশিরায় জড়িয়ে স্বপ্নের দেশে খুঁজে ফিরি,
আবার আমার আমিকে সঁপে দেই কখনো একান্তে নরম বিছানার কুল বালিশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ