✍️ সাগর শর্মা
লেখা:- ৩০ ই জুন ২০২২ ইং
(১৫ ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ)
প্রখর রোদের আলোয় পুড়তে পুড়তে
শুকিয়ে কঠোর হয় বারান্দাও,
চারিদিক এমনই পাষাণ মনে হয়!
শান্তিতে বসলেও দেহে তাপ লাগে-
নির্দ্বিধায় বর্জন করি তাকে।
কিংবা,অন্তরদহনে জ্বলতে জ্বলতে
বারান্দায় উদয় হয় বৃষ্টিবিন্দু
সামনের আয়নাও কপট মনে হয়,
সজোরে হাঁটলে পিছলে পড়ার ভয়-
নির্দ্বিধায় বর্জন করি তাকেও।
0 মন্তব্যসমূহ